সাভারে স্বেচ্ছাসেবক দলের মামুন বিপ্লবের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Sanchoy Biswas
মো. রফিকুল ইসলাম জিলু , সাভার
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:০০ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিগত সময়ে বিএনপি নেতাকর্মীদের উপর যারা অত্যাচার হামলা মামলা করেছে তাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের পরে ধরে ধরে এনে মামলা দিয়ে যা যা করার দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। 

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় জুলাই আন্দোলনে নিহত ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার মামুন বিপ্লবের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মো. সালাউদ্দিন বাবু এসময় আরও বলেন,পরিস্থিতির কারণে এখন অনেক কিছুই বলা যাচ্ছে না যারা মনে করছে মামলা থেকে বেঁচে গেছি এটা ঠিক না তাদের প্রত্যেকের বিচার সময়মতো করা হবে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও বলেন তিনি।

এসময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

 নিহত স্বেচ্ছাসেবক দলের নেতার পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় আলোচনা ও দোয়া মাহফিলে।