বগুড়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর গ্রহণ

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৫ | আপডেট: ৭:৪৪ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় গত ৩রা জুলাই প্রেসক্লাবের পূর্বের কমিটি দায়িত্ব হস্তান্তর করে। আর  বর্তমান নব-নির্বাচিত কমিটি আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেছে। এসময় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আহ্বায়ক কমিটি নতুন নেতৃত্বের হাতে দায়িত্বভার অর্পণ করে।

এতে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই দায়িত্ব হস্তান্তর গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী। আহ্বায়ক কমিটির সদস্যসচিব সবুর শাহ লোটাস এবং দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ। এসময় নব-নির্বাচিত সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন। গত ২৮শে জুন অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত হয় এই কমিটির সদস্যরা। 

আরও পড়ুন: কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

উক্ত দায়িত্ব হস্তান্তর গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা এবং দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম ও জহুরুল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোষ এবং মীর্জা সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক জাফর আহম্মেদ মিলন। আরো উপস্থিত ছিলেন নির্বাহী সদস্যদের মধ্যে মহসীন আলী রাজু, এডভোকেট আব্দুল মান্নান, আব্দুর রহিম বগরা, শামীম আহম্মেদ, জহুরুল ইসলাম, শাহ আলম শেখ মুক্তার, গোলজার হোসেন মিঠু, শাহেদুজ্জামান সিরাজ বিজয় এবং হারুন অর রশিদ তালুকদার প্রমূখ।

আরও পড়ুন: জনকণ্ঠের সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহারের দাবি বিএফইউজে ও ডিইউজের