নানা গুঞ্জন এর মাঝে জাতির উদ্দেশে ভাষণ দেবেন খামেনি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ন, ২৬ জুন ২০২৫ | আপডেট: ৮:২৫ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেশ কয়েকদিন ধরেই জনসমক্ষে আসছেন না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এজন্য ইরানের সাধারণ মানুষ থেকে শুরু করে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সবার মনেই প্রশ্ন যে সুস্থ আছেন তো খামেনি? সব জল্পনা উড়িয়ে এবার 

সামনে আসার ঘোষণা দিয়েছেন খামেনি। আজ বৃহস্পতিবার তার অফিসিয়াল এক্স একাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়। 

আরও পড়ুন: ইরানে হামলা নিয়ে জরুরি বৈঠকে বসছে পাকিস্তান

পোস্টে বলা হয়, আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন আয়াতুল্লাহ আলী খামেনি। টেলিভিশনে তার ভাষণটি প্রচার করা হবে। খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, এ ভাষণে গুরুত্বপূর্ণ কথা বলবেন তিনি।

দখলদার ইসরায়েলের সঙ্গে গত ১৩ জুন ইরানের যুদ্ধ শুরু হয়। এরপর খামেনি গোপন স্থানে চলে যান। গত ২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে দুইদিন কেটে গেলেও খামেনির কোনো বক্তব্য পাওয়া যায়নি। আজ তিনি ইরানিদের উদ্দেশ্যে কি বলেন সেটির দেখার বিষয়।

আরও পড়ুন: ইরানের জনগণকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া: পুতিন

দখলদারদের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এখন পর্যন্ত এটি কার্যকর আছে।

সূত্র: আলজাজিরা