সচিবালয়ে শিক্ষার্থীদের ঢুকে গাড়ি ভাঙচুর

পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৫ | আপডেট: ১২:৪৭ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এইচএসসি পরীক্ষা স্থগিতের সময়মতো ঘোষণা না দেওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ আজ রূপ নেয় সংঘর্ষে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে রাজধানীর সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

এর আগে বিকেল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করেন। এরপর ভেতরের পার্কিংয়ে থাকা বেশ কয়েকটি সরকারি যানবাহন ভাঙচুর করেন তারা। এ ঘটনার পরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ওপর চড়াও হন।

আরও পড়ুন: বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত, চ্যাম্পিয়ন কক্সবাজার ঘাঁটি দল

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে শিক্ষার্থীদের সচিবালয়ের ভেতর থেকে বের করে দেন। এর পর সচিবালয়ের সামনে আবারও শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া, যা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

জানা গেছে, সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনার পর শিক্ষার্থীরা আজকের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জানায়। যদিও শিক্ষা মন্ত্রণালয় দেরিতে রাত তিনটার দিকে পরীক্ষা স্থগিত ঘোষণা করে, যা শিক্ষার্থীদের তীব্র ক্ষোভে রূপ নেয়।

আরও পড়ুন: আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে, বিএনপি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক

বর্তমানে সচিবালয়ের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।