সিলেটে শুরু হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৫’

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৫ | আপডেট: ১১:৪১ পূর্বাহ্ন, ২৫ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (USARPAC)-এর যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সিলেটের জালালাবাদ সেনানিবাসে প্যারা কমান্ডো ব্রিগেড কম্পাউন্ডে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল, মেজর জেনারেল অ্যাসকট এ. উইন্টার। ছয় দিনব্যাপী এই মহড়াটি চলবে আগামী ৩০ জুলাই ২০২৫ পর্যন্ত।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ

এই মহড়া যৌথভাবে পরিচালিত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ড-এর অংশগ্রহণে ও তত্ত্বাবধানে। এতে যুক্তরাষ্ট্রের ৬৬ জন এবং বাংলাদেশের ১০০ জন সেনাসদস্য অংশ নিচ্ছেন।

মহড়ার লক্ষ্য হলো আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা, এবং মানবিক সহায়তা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা জোরদার করা। প্রশিক্ষণের মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর সদস্যদের যৌথ কৌশলগত আভিযানিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক, সেনাবাহিনী এয়ার ডিফেন্স পরিদপ্তর, পরিচালক, সামরিক প্রশিক্ষণ পরিদপ্তর, এবং কমান্ডার, প্যারা কমান্ডো ব্রিগেড।

সামরিক বিশেষজ্ঞদের মতে, এই মহড়া ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করবে, যা আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।