সিংড়ায় প্রশাসনের যৌথ অভিযান: ১৫০টি অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস
নাটোরের সিংড়া উপজেলায় ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।
শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের ডাহিয়া ফকিরপাড়া ও চামারী ইউনিয়নের বিলদহর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এই অভিযান পরিচালনা করে। বিশেষ এ অভিযানে ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এস. এম. রাজু আহমেদ বলেন, চলনবিল অঞ্চলে কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করে পোনামাছ নিধনের মাধ্যমে বিলের জীববৈচিত্র্য ধ্বংস করে আসছিলেন। এই ধরনের অবৈধ কর্মকাণ্ড শুধু মাছের প্রাকৃতিক প্রজনন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে না, পরিবেশের ভারসাম্যেও মারাত্মক প্রভাব ফেলছে।
এমন পরিস্থিতিতে যৌথবাহিনীর অভিযানে এই চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় আমরা সাধুবাদ জানাই। আশা করি, এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে পরিচালিত হলে চলনবিলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা পাবে।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন বলেন, চলনবিলের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। চলনবিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।





