নির্বাচনের মাধ্যমে ড্যাবের কমিটি গঠন গণতন্ত্র পরিচর্যার অংশ: ডা. রফিক

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম নবনির্বাচিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)-এর নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেছেন, নির্বাচনের মাধ্যমে ড্যাবের কমিটি গঠন গণতন্ত্র পরিচর্যার অংশ। বিএনপির প্রত্যেকেই মত প্রকাশে বিশ্বাসী। জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় আসলে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে এই গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা হবে।
সোমবার ড্যাবের কাউন্সিল এবং নির্বাচিত নতুন নেতৃত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
ডা. রফিক বলেন, তুমুল প্রতিযোগিতামূলক এ নির্বাচনে অংশগ্রহণকারী দুটি পরিষদের মধ্যে একটি পরিষদের বিজয়ী এবং অপরটির বিজিত হওয়া স্বাভাবিক। বিজয়ী পরিষদ ৫২.৮৮% ভোট পেয়ে জয়লাভ করায় তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। অপরদিকে বিজিত প্যানেল প্রায় ৪৬.৯৪% ভোট পেয়েছে, যা প্রমাণ করে যে চিকিৎসক সমাজের একটি বড় অংশে তাদের গ্রহণযোগ্যতা রয়েছে। ফলাফল ঘোষণার শেষ পর্যন্ত উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে নির্বাচনে অংশ নেওয়ায় তাদেরকেও আন্তরিক ধন্যবাদ।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতে, এক অদৃশ্য শক্তির মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। তাই বিদ্বেষমূলক মনোভাব ত্যাগ করে একসাথে কাজ করার মানসিকতা প্রকাশ করাই এখন সময়ের দাবি।
আরও পড়ুন: তিন দিনের সফর শেষে কুয়ালালামপুর থেকে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূস
অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে বিজয়ী পরিষদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্বাস্থ্য সম্পাদক বলেন, সকলকে সঙ্গে নিয়ে ঐক্য সুদৃঢ় করে ড্যাবের হারানো গৌরব পুনঃপ্রতিষ্ঠা করা উচিত। একই সাথে বিজিত পরিষদের প্রতি আহ্বান, বিজয়ী পরিষদের সাথে একাত্ম হয়ে কাজ করে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে হবে।
বাংলাদেশী জাতীয়তাবাদকে সমুন্নত রাখতে, সবাই মিলেমিশে একই লক্ষ্যে কাজ করে দল ও দেশকে এগিয়ে নেওয়া জাতীয়তাবাদী প্রতিটি চিকিৎসকের কর্তব্য।