ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:৪৩ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ ও বিধ্বস্ত গাজা শহরের আল শিফা হাসপাতালের কাছে একটি তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়েছে। এতে আল জাজিরা আরবির প্রতিবেদক আনাস আল শরীফসহ পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে সাতজন।

রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত তাঁবুতে এই হামলা চালানো হয়। নিহত সাংবাদিকরা হলেন—আনাস আল শরীফ (২৮), মোহাম্মদ ক্রিকেহ, ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল ও মোমেন আলিওয়া।

আরও পড়ুন: 'ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ডোনাল্ড ট্রাম্প

হামলার কিছুক্ষণ আগে এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে আনাস আল শরীফ লিখেছিলেন, গাজা নগরীর পূর্ব ও দক্ষিণ অংশে ইসরায়েল অবিরাম বোমাবর্ষণ চালাচ্ছে, যা গত দুই ঘণ্টা ধরে চলছে। ওই পোস্টের সঙ্গে শেয়ার করা ভিডিওতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ এবং আকাশে কমলা আলো ছড়িয়ে পড়ার দৃশ্য দেখা যায়।

হত্যার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে আনাস আল শরীফের বিরুদ্ধে হামাসের একটি শাখার নেতৃত্ব দেওয়ার অভিযোগ করে। তবে ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটর এবং আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো এই দাবি প্রত্যাখ্যান করেছে, উল্লেখ করে যে তিনি কেবল সংবাদ কভারেজেই যুক্ত ছিলেন।

আরও পড়ুন: ডনবাস ইস্যুতে কোনো ছাড় নয়, কঠোর অবস্থানে পুতিন

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬১ হাজার ৩৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে বহু মৃতদেহ রয়ে গেছে এবং উদ্ধার সরঞ্জামের অভাবের কারণে তাদের হাসপাতালে আনা সম্ভব হয়নি।