বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় উদযাপন কমিটি গঠন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ৮:৩৪ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ‘জাতীয় উদযাপন কমিটি’ গঠন করেছে দলটি।

সোমবার (১৮ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: শিক্ষা, সমাজকল্যাণ ও পানিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রুহুল কবির রিজভী নিজেই।

উদযাপন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স; সাংগঠনিক সম্পাদক সায়েদুল আলম বাবলু, মাহবুবে রহমান শামীম, শাহীদ শওকত, অনিন্দ্য ইসলাম অমিত, আসাদুল হাবিব দুলু, জিকে গউস, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শরিফুল আলম এবং শামা ওবায়েদ।

আরও পড়ুন: আন্দোলনে অংশ নেওয়ায় এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

প্রসঙ্গত, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনা গ্রিনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতি বছরের মতো এবারও দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করবে দলটি।