ঢাকা আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:০৮ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী কামাল খান বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা পৌঁছাচ্ছেন। সফরের মূল উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো।

কামাল খান ঢাকা সফরে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূ‌সসহ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। বিশেষ গুরুত্ব পাবে দুই দেশের মধ্যে বাণিজ্য-বাণিজ্যিক সম্পর্ক চাঙা করার উপায়। জানা গেছে, দু’দেশের মধ্যে বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সমঝোতা স্মারক সইয়ের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: এনবিআরের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত দুদকের

সফরের সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও ঢাকা আসবেন (২৩ আগস্ট)। ২৪ আগস্ট তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সম্পর্ক ও সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকের পর একাধিক সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের নানা পর্যায়ের আলোচনা পুনরায় সক্রিয় করতে পাকিস্তান উদ্যোগী হয়েছে।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই নির্বাচন, এরপর আমরা বিদায় নেব: আইন উপদেষ্টা