নারী ভোটার ব্যবধান কমানোসহ নয়টি আইন সংশোধন করছে ইসি: সিইসি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:০৫ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশাল একটা কাজ ভোটার তালিকা, তা বাড়ি বাড়ি গিয়ে শেষ করেছি। এছাড়া নারী ভোটার ব্যবধান কমিয়েছি এবং নয়টি আইন আমরা সংশোধন করছি।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

সিইসি নাসির উদ্দিন আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ ছাড়াও পোস্টাল ব্যালট ব্যবস্থায় সংস্কার আনা হচ্ছে। ভোটে প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী দায়িত্বে থাকেন, যারা সাধারণত ভোট দিতে পারেন না। এবার তাদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। এমনকি হাজতে থাকা ব্যক্তিদের জন্যও ভোটের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। সংস্কার কমিশনের আলোচনায় অনেক কিছু হয়েছে। আর যেটুকু গ্যাপ আছে তা আজকের আলোচনায় পূরণ হবে।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ সংস্থাটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমান, কবি মোহন রায়হান, টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামানসহ অনেকে।

অক্টোবরে রাজনৈতিক দল, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, নারীনেত্রী এবং জুলাই যোদ্ধাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ধারাবাহিক সংলাপ করবে নির্বাচন কমিশন।