নভেম্বর থেকে কার্যকর

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বাড়ালো সরকার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:০৭ অপরাহ্ন, ১৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণ করেছে সরকার। রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই ভাতা আগামী নভেম্বর মাস থেকে কার্যকর হবে।

এ ভাতা প্রদানের ক্ষেত্রে কয়েকটি শর্ত যুক্ত করা হয়েছে:

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

১. ভবিষ্যতে জাতীয় বেতন স্কেল বাস্তবায়িত হলে ভাতাটাও স্কেল অনুযায়ী সমন্বয় করতে হবে।

২. নিয়োগ ও জনবল কাঠামো সংক্রান্ত বিদ্যমান এমপিও নীতিমালা (স্কুল-কলেজ/মাদরাসা/ভোকেশনাল) পুরোপুরি অনুসরণ করতে হবে।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

৩. ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো ধরনের বকেয়া প্রাপ্য হবে না।

৪. আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।

৫. বরাদ্দ ব্যবহারে অনিয়ম ধরা পড়লে বিল অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

৬. প্রশাসনিক মন্ত্রণালয় থেকে জি.ও জারি করে অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য পাঠাতে হবে।

বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। গত আগস্টে তারা ঢাকায় মহাসমাবেশ করে ভাতার হার মূল বেতনের শতাংশ হিসেবে নির্ধারণের দাবি জানান। পরে অর্থ মন্ত্রণালয় ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে কিন্তু শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেন। বর্তমানে তারা ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়ার দাবি নিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন।