নির্বাচন বানচালের ষড়যন্ত্রে কাজ করবে বড় শক্তি: প্রধান উপদেষ্টা
নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাইরে থেকে বড় শক্তি কাজ করবে বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, “ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে এবং হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে।” এ নির্বাচনকে ‘চ্যালেঞ্জিং’ উল্লেখ করে তিনি বলেন, “যত ঝড়ঝাপটা আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে।”
আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা হুঁশিয়ারি দিয়েছেন যে, নির্বাচনের আগে ও চলাকালে সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হবে। দেশের ভেতর ও বাইরে থেকে অত্যন্ত সংগঠিতভাবে এই অপপ্রচার চালানো হবে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
তিনি বলেন, “একটা অপপ্রচার তৈরি হওয়া মাত্র সেটিকে দ্রুত প্রতিরোধ করতে হবে, যেন সেটা ছড়িয়ে না পড়ে। এক্ষেত্রে সক্রিয় ও সমন্বিত ব্যবস্থা নিতে হবে।”
প্রধান উপদেষ্টা মনে করেন, একটি সুন্দর ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য জনগণের কাছে পৌঁছানোই এখন প্রধান লক্ষ্য। ভোটের নীতিমালা, ভোটকেন্দ্রের নিয়ম, ভোট দেওয়ার প্রক্রিয়া এবং কোথাও বিশৃঙ্খলা দেখা দিলে কী করতে হবে— এসব বিষয়ে জনগণকে সচেতন করতে হবে।
এই লক্ষ্যেই তিনি নির্বাচন কমিশন ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে আরও বেশি সংখ্যক টিভিসি, ডকুমেন্টারি ও তথ্যচিত্র তৈরি করে দ্রুত ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের নির্দেশ দিয়েছেন।
প্রেস সচিব শফিকুল আলম জানান, “প্রধান উপদেষ্টার নির্দেশ— যেন এসব প্রচার দেখে জনগণ নিজেরাই অনেক ক্ষেত্রে সচেতন ও প্রস্তুত হতে পারেন।”





