সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:১৪ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাংবাদিকদের পেশাদার ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাংবাদিকেরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পার্শ্ববর্তী দেশ অনেক সময় নানা গুজব রটায়। তবে সাংবাদিকরা সত্য প্রকাশ করায় সেই গুজব অনেকটাই কমেছে। তারা যদি মিথ্যা তথ্য রটায়, তাহলে আপনারা সঠিক তথ্য দিয়ে তা প্রতিহত করবেন।”

তিনি আরও বলেন, “দুষ্কৃতকারীরা নানা অপপ্রচার চালানোর চেষ্টা করবে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলো যাতে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটানো ঠেকাতে সাংবাদিকদেরও সচেতন থাকতে হবে।”

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন সব অপপ্রচার ব্যর্থ হয়ে যাবে। নির্বাচন কমিশন ও অংশগ্রহণকারী প্রার্থীদের সম্মিলিত ভূমিকা থাকলে কোনো সমস্যা হবে না।”

সভায় গাজীপুরের জেলা প্রশাসক নাফিজা আরেফিন, মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকসহ কারা কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।