১৩ নভেম্বরের তথাকথিত কর্মসূচি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই: ডিএমপি কমিশনার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:১১ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও তার সহযোগী সংগঠনের ১৩ নভেম্বরের তথাকথিত কর্মসূচি নিয়ে রাজধানীবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

ডিএমপি কমিশনার জানান, “কিছুদিন ধরেই নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ছড়িয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চালাচ্ছে। তাদের নেতাকর্মীরা রাজধানীতে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এসব অপতৎপরতা প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”

তিনি আরও জানান, গত ১ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের অধিকাংশই ঢাকার বাইরে থেকে এসেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের সনাক্তের কাজ চলছে।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

নগরবাসীর উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, “কোনো আগন্তুককে আশ্রয় দেওয়ার আগে অবশ্যই তার পরিচয় নিশ্চিত করতে হবে। হোটেল ও গেস্টহাউজগুলোতে অতিথি ওঠানোর সময় জাতীয় পরিচয়পত্র যাচাই করা বাধ্যতামূলক। এছাড়া ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহন যেন কোনো অবস্থাতেই অরক্ষিত না থাকে, তা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “ছাত্র-জনতার সফল অভ্যুত্থানে আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি। এবারও নাশকতার পরিকল্পনাকারীদের প্রতিহত করতে হবে। সম্মানিত নগরবাসীই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের সহযোগিতায় পুলিশ যেকোনো বিশৃঙ্খলা মোকাবেলায় প্রস্তুত।”

ডিএমপি কমিশনার জানান, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরাও সক্রিয় রয়েছে। তাই নাশকতাকারীদের বিচ্ছিন্ন কর্মকাণ্ডে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (বিপিএম-সেবা), অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম (পিপিএম), সিটিটিসির অতিরিক্ত কমিশনার মো. মাসুদ করিম এবং ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম)সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।