৮ হাজার কোটি টাকা লেনদেনে ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যান শওকতের হিসাব তলব

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৫ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:০৫ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইস্টার্ন ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী ও তার পরিবারের ব্যাংক হিসাবসহ বিভিন্ন নথিপত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের ভিত্তিতে ব্যাংক লেনদেন, এলসি কার্যক্রম এবং বিদেশে অর্থ পাচারের সম্ভাব্য অনিয়ম যাচাইয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান সম্প্রতি ইস্টার্ন ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংকের কাছে একটি চিঠি পাঠান। এতে শওকত আলী চৌধুরী, তার স্ত্রী, সন্তান এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্যাদি সরবরাহের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিশনের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের সূত্র জানায়, শওকত আলী চৌধুরী ও তার পরিবারের নামে থাকা হিসাবগুলোয় প্রায় ৮ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। পাশাপাশি এলসি খুলে জাহাজ ভাঙা ব্যবসার আড়ালে শেল কোম্পানির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগও করা হয়েছে।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

এই কারণে ব্যাংক হিসাব খোলার ফরম, লেনদেনের বিবরণী, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও টিআইএনসহ সব নথি দুদকের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব হিসাবের বিপরীতে কোনো ঋণ অনুমোদন করা হয়ে থাকলে তার নথিপত্রও হস্তান্তরের কথা বলা হয়েছে।

দুদক বলছে, অভিযোগের সত্যতা যাচাই এবং পূর্ণাঙ্গ অনুসন্ধানের স্বার্থেই এসব তথ্য তলব করা হয়েছে।