আজ সেনাকুঞ্জে যাবেন খালেদা জিয়া
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সেনাকুঞ্জের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় তিনি গুলশানের বাসা থেকে অনুষ্ঠানে যোগ দিতে রওনা হবেন বলে জানা গেছে।
বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবীর খান বৃহস্পতিবার রাতে জানান, চিকিৎসক দলের পরামর্শ সাপেক্ষে খালেদা জিয়া অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি দিয়েছেন। তিনি বলেন, “চেয়ারপার্সন সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি জানিয়েছেন।”
আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির
এবারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
গত বছর সেনাকুঞ্জের সংবর্ধনায় অংশ নেওয়ার মাধ্যমে দীর্ঘদিন পর প্রথমবারের মতো খালেদা জিয়া প্রকাশ্যে হাজির হন। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর ছিল তার সর্বশেষ উপস্থিতি।
আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল
এবারের অনুষ্ঠানে খালেদা জিয়ার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।





