ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতেও গতি আসবে, তবে এতে আইনশৃঙ্খলা নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
তিনি বলেন, নির্বাচন যতই সামনে আসবে, রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশও বাড়বে—এটাই স্বাভাবিক প্রক্রিয়া। তবে ভোটের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই। সংশ্লিষ্ট সব সংস্থা যথাযথ প্রস্তুতি নিয়েছে।
সাম্প্রতিক ভূমিকম্প প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ভূমিকম্পের আগাম সতর্কতা দেওয়ার কোনো কার্যকর ব্যবস্থা দেশে নেই। কিছু দেশে একটি অ্যাপ আছে, যা ভূমিকম্প হওয়ার ১০ সেকেন্ড আগে ইন্ডিকেশন দেয়। আমরাও এমন একটি অ্যাপ চালু করা যায় কি না– তা নিয়ে ভাবছি।
আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
তিনি আরও বলেন, সবাইকে অবশ্যই বিল্ডিং কোড মেনে চলতে হবে। “আমাদের দেশে অনেক জায়গায় জলাশয় ভরাট হয়েছে, খোলা জায়গাও কমে গেছে—এগুলো ভবিষ্যতে আরও বড় ঝুঁকি তৈরি করতে পারে। এ সময় তিনি রাজউককে আরও সজাগ থাকার নির্দেশ দেন।





