শেখ হাসিনার লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৬ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫৬ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লংকার উদ্ধার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এই অভিযান পরিচালনা করা হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খুলে মোট ৮৩২ ভরি স্বর্ণ জব্দ করা হয়।

প্রথমবারের মতো আদালতের নির্দেশনা অনুসারে শেখ হাসিনার ব্যাংক লকার খোলা হলো। এর আগে ১৭ সেপ্টেম্বর সিআইসি রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটি জব্দ করে। কর ফাঁকিসহ আর্থিক অসঙ্গতি রয়েছে কি না, তা যাচাই করতেই লকারগুলো সিলগালা করা হয়েছিল।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

এরও আগে ১০ সেপ্টেম্বর রাজধানীর সেনাকল্যাণ ভবনে পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার ১২৮ নম্বর লকারটি জব্দ করে সিআইসি। সব লকার থেকেই আর্থিক অনিয়ম, কর ফাঁকি বা সম্পদের উৎস যাচাইয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।