খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪৩ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার জন্য কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল শনিবার বিকাল ৫টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, কাতারের আমিরের প্রতিশ্রুতি অনুযায়ী, কারিগরি ত্রুটির কারণে কাতার থেকে আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে। এই এয়ার অ্যাম্বুলেন্সটিও কাতারের হলেও জার্মান কোম্পানির তৈরি।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

এদিকে খালেদা জিয়াকে নেয়ার প্রস্তুতি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরেছেন। দেশে এসে তিনি বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখানে খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয়, তাহলে আগামী রোববার (৭ ডিসেম্বর) তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাত্রা করবেন।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল