হাদিকে গুলির ঘটনায় আরও দু’জন গ্রেফতার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪৫ অপরাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের ঢাকায় আনা হচ্ছে।

রোববার (১৪ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বিজয় দিবস হোক নতুন জাতীয় ঐক্যের সূচনা: প্রধান উপদেষ্টা

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুইজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন— মো. আলমগীর শেখ ও ফয়সাল করিম মাসুদ। তাদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।

তিনি জানান, তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, ভিক্টিম ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করা হয়, যা একটি পরিকল্পিত হামলার ইঙ্গিত দেয়।

আরও পড়ুন: আজ মহান বিজয় দিবস

অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং শনাক্তকৃত অন্যান্য সন্দেহভাজনদের গ্রেপ্তারে ইতোমধ্যে শেরপুরের নলিতাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে লোক পারাপার চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর থেকে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।