প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

অনুমতি ছাড়া সৌদিতে নির্বাচনি সভা, বেশ কয়েকজন বাংলাদেশি আটক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৩৪ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। দেশটিতে অনুমোদন ছাড়া বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো ধরনের সভা-সমাবেশ বা প্রচার কার্যক্রমে জড়ালে আইনগত জটিলতায় পড়তে হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন শহরে কিছু বাংলাদেশি ব্যক্তি ও সংগঠন অনুমতি না নিয়ে হলরুম, হোটেল-রেস্তোরাঁ এবং ব্যক্তিগত বাসায় নির্বাচনকেন্দ্রিক সভা ও প্রচার কার্যক্রম পরিচালনা করেছেন। এসব ঘটনায় সৌদি নিরাপত্তা সংস্থার অভিযানে কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: জানুয়ারিতে নতুন বই পাওয়া নিয়ে শঙ্কা

দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, উসকানিমূলক কিংবা আইন পরিপন্থী তথ্য ছড়িয়ে পড়াও সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে দেশটির আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে কোনো রাজনৈতিক কর্মসূচি, সভা-সমাবেশ কিংবা দলীয় প্রচারে অংশ নেওয়ার আগে সৌদি কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে অনুরোধ করেছে দূতাবাস।

আরও পড়ুন: সন্ত্রাসীদের জামিন নিয়ে প্রধান বিচারপতির কাছে উদ্বেগ জানিয়েছেন আইন উপদেষ্টা

দূতাবাস সতর্ক করে বলেছে, সৌদি আরবের আইন লঙ্ঘন করলে জরিমানা, আটক কিংবা বহিষ্কারের মতো কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।