শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো স্মৃতিসৌধ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:০২ পূর্বাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধের ফটক উন্মুক্ত করা হয়।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা তালিকায় বড় পুনর্বিন্যাস, নতুন যুক্ত হচ্ছেন ৮৪ জন

নিরাপত্তা ও প্রস্তুতিমূলক কাজের অংশ হিসেবে এর আগে প্রায় এক মাস ধরে স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। নিয়ম অনুযায়ী টানা চার দিন সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছিল।

ফটক খোলার আগেই ভোর থেকে স্মৃতিসৌধ এলাকায় জড়ো হতে থাকেন নানা শ্রেণি-পেশার মানুষ। সরেজমিনে দেখা যায়, স্মৃতিসৌধের সামনের ঢাকা–আরিচা মহাসড়কজুড়ে রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনসহ সাধারণ মানুষের দীর্ঘ সারি। অনেককে চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে দেখা গেছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।

আরও পড়ুন: বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর আয়োজনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

এদিকে মহান বিজয় দিবসকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন নিরাপত্তাকর্মীরা।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাভারের আমিনবাজার থেকে শুরু করে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা হয়েছে।

তিনি আরও জানান, প্রায় ২৩ কিলোমিটার মহাসড়ককে ১৩টি সেক্টরে ভাগ করে চার হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জনসাধারণের জান-মাল রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।