৪৮ ঘণ্টার মধ্যে সব প্রচার উপকরণ সরানোর আহ্বান জামায়াত আমিরের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:১৫ পূর্বাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের সব পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের নতুন নির্দেশনা দিয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

তিনি জানান, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তিনি তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করতে যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান আরও বলেন, ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন ধরনের প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে। তিনি এই নির্দেশনা যথাসময়ে পালন করার জন্য দেশের সব স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।