লাখো মানুষের উপস্থিতিতে শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:২৫ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা শেষ হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে তার নামাজে জানাজা শুরু হয়। জানাজায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: শহীদের রক্ত কখনো বৃথা যায় না: আজহারী

এর আগে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শুক্রবার জানানো হয় যে, শনিবার ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে বেলা আড়াইটার জন্য নামাজের সময় ঘোষণা করা হয়েছিল।

আয়োজকরা জানাচ্ছেন, নামাজে জানাজার জন্য আসা সবাইকে কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়া, সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন: জাতীয় কবির সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি