টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠাল নেদারল্যান্ডস

দীর্ঘ ২৭ বছর পর বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস। বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে তারা। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে শুরু করেছিল ব্লাকক্যাপসরা। আজ তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তবে ডাচদের সঙ্গে টস ভাগ্যে হেরে গেছে নিউজিল্যান্ড। টস জিতে বোলিংয়ের করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস।
জয় দিয়ে আসর শুরু করায় আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে ব্ল্যাকক্যাপসরা। অন্যদিকে, পাকিস্তানকে কিছুটা হলেও ভোগান্তিতে ফেলা ডাচ বাহিনী চাইছে প্রথম জয় তুলে নিতে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা
নিউজিল্যান্ড একাদশ:
ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
নেদারল্যান্ডস একাদশ:
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডি, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ড (অধিনায়ক), সাইব্র্যান্ড এনজেলব্রাট, রুলফ ভ্যান ডার মারওয়ে, রায়ান ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান ম্যাকেরেন।