বিসিসিআই এর অনুরোধে ১ বছর সিরিজ পেছালো বিসিবি

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে না ভারত। যেখানে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। নতুন সূচিতে এটি ২০২৬ সালের সেপ্টেম্বরে আয়োজন করা হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শনিবার (৫ জুলাই) যৌথ বিবৃতিতে জানায়, ১৩ মাস পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে হবে ভারতের এই সফর।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিজ্ঞপ্তিতে এর বাইরে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
যদিও জানা গেছে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের কারণে ভারত সফরে আসতে দ্বিধা বোধ করছে। গত আগস্টে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন এবং পরবর্তীতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের কারণেই এই অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ
এর আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছিলেন, এ বিষয়ে বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে আলোচনা চলছে।
এরই ধারাবাহিকতায় বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের প্রধান ইফতেখার রহমান জানিয়েছিলেন, সিরিজটি স্থগিত করার জন্য বিসিসিআই অনুরোধ করেছে। তিনি বলেন, ‘তারা শুধু জানিয়েছে যে, এই মুহূর্তে তাদের কিছু সমস্যা রয়েছে। তবে তারা কোনো উদ্বেগ প্রকাশ করেনি। বিসিসিআই বলেছে যে, তারা বর্তমানে পরিস্থিতি সামাল দিতে পারছে না।’
বিসিবি আরও জানিয়েছে, ‘এই বহু প্রতীক্ষিত সিরিজের জন্য ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতকে স্বাগত জানাতে বিসিবি উন্মুখ হয়ে আছে। সিরিজের পরিবর্তিত তারিখ ও চূড়ান্ত সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।’