ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ ‘পরশ’, তাপমাত্রা নেমে যেতে পারে ৮ ডিগ্রিতে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:০০ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’ ধেয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক প্রতিষ্ঠান বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সোমবার (৮ ডিসেম্বর) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানানো হয়, ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সক্রিয় থাকতে পারে এ শৈত্যপ্রবাহ।

বিডব্লিউওটি জানিয়েছে, শৈত্যপ্রবাহ সক্রিয় থাকাকালে রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।

আরও পড়ুন: ঢাকায় শীতের আমেজ বাড়ছে: আংশিক মেঘলা আকাশ

এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকায় ১১ ডিগ্রি, কুমিল্লা, নওগাঁর বদলগাছী, গোপালগঞ্জ ও কুড়িগ্রামের রাজারহাটে ১২ দশমিক ৫ ডিগ্রি, যশোর ও চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৪ ডিগ্রি এবং রাজশাহী, কুষ্টিয়ার কুমারখালী ও পাবনার ঈশ্বরদীতে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, ডিসেম্বর মাস জুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। মাসের মধ্যভাগে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে ১ থেকে ২টি মৃদু (৮–১০°সেলসিয়াস) থেকে মাঝারি (৬–৮°সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আরও পড়ুন: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, বেড়েছে শীতের তীব্রতা