'চাহিদার তুলনায় দেশে কোরবানি পশুর সংকট নেই'

Abid Rayhan Jaki
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ন, ০৬ জুন ২০২৪ | আপডেট: ১২:৪৭ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাহিদার তুলনায় দেশে কোরবানি পশুর সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় আরলা ফুডস বাংলাদেশে ইউএইচটি ফ্যাক্টরি উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

আরও পড়ুন: নেত্রকোণায় আউশ ধানের ভালো ফলন, দ্বিগুণেরও বেশি জমিতে আবাদ

মন্ত্রী বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত এবার কোরবানির পশু আমদানি করা হবে না। এর আগে আরলা ফুডস বাংলাদেশের আয়োজনে একটি উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস্ধসঢ়; মোলারসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন: কাপাসিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মদিনে রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত