আশুলিয়ায় মালিকানাধীন সম্পত্তি দখলের হুমকি, থানায় সাধারণ ডায়েরি করলেন এম এ মতিন

আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকার একটি ব্যক্তি মালিকানাধীন বাড়ি সম্পত্তি জবরদখলের পাঁয়তারা পাঁয়তারা করছে তা নিয়ে একটি সন্ত্রাসী গোষ্ঠী। রাজনৈতিক দলের ছত্রছায়া জমি দখলের জন্য মালিক কে টেলিফোনে বারবার হুমকি দেয়া হচ্ছে। হুমকি সংক্রান্ত অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জমির মালিক প্রবাসী বাংলাদেশি এম এ মতিন নামে ব্যবসায়ী।
থানায় অভিযোগে তিনি বলেন, মো ডাক্তার দুলাল নামের একজন ব্যক্তি উক্ত সম্পত্তি দখলের উদ্দেশ্যে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে চলেছেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল
জিডির বিবরণে এম এ মতিন উল্লেখ করেন, গত ১৬ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটে বিবাদী মো. ডাক্তার দুলাল তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অশালীন আচরণ করেন এবং সম্পত্তি দখলের হুমকি প্রদান করেন।
ভুক্তভোগী আরও জানান, বিষয়টি ভবিষ্যতের জন্য প্রমাণ হিসেবে রাখতে তিনি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডিউটি অফিসার নুরুন্নাহার আক্তার (বিপি-৮৯০৮১২২৩৬০) আবেদনটি গ্রহণ করেন।
আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার
এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যথাযথ তদন্ত ও পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছেন এম এ মতিন।