১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা

Any Akter
নেওয়াজ আহমেদ পরশ, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ৯:০৭ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার স্পর্শকাতর স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ জেলায় ৯শ’ পুলিশ সদস্য কর্মরত রয়েছে। এছাড়া আশপাশের জেলা থেকে পুলিশ সদস্যদের  গোপালগঞ্জে আনা হয়েছে। সেনাবহিনী ও এপিবিএন সদস্যদের পাশাপশি আইনশৃংখলা রক্ষা বাহিনী নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছে।

টুঙ্গিপাড়া সমাধিসৌধ কমপ্লেক্সের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন। সাধারণ মানুষকেও সমাধিসৌধে যেতে দেওয়া হয়নি। আশপাশ এলাকায় কেউ দাঁড়াতে পারেনি। টুঙ্গিপাড়ার রাস্তাঘাট ছিল আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। সাধারণ মানুষকে তেমন একটা চলাফেরা করতে দেখা যায়নি। রাস্তাঘাট ছিল ফাঁকা।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে চাঁদাবাজদের জন্য কোনো জায়গা থাকবে না: এবিএম সিরাজুল মামুন

শুধু টুঙ্গিপাড়া সমাধিসৌধ কমপ্লেক্সে নয়, গোপালগঞ্জ সদরসহ গোটা জেলাতেই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। জেলাজুড়ে পুলিশ, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

গোপালগঞ্জ জেলা পুলিশের ফেসবুক পেজের পোস্ট থেকে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  (অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফিনান্স) মোহাম্মদ আবদুল মাবুদ, এবং অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) মোঃ সিদ্দিকুর রহমান গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পদস্থ কর্মকর্তাদের নিয়ে সভা করেছেন।

আরও পড়ুন: প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িত হয়ে নিখোঁজ পুলিশ কর্মকর্তা

এ সভায় ১৫  আগস্ট উপলক্ষে গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা ডিউটি তদারকি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত অফিসার/ফোর্সদের তারা প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এ সভায় গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: সারোয়ার হোসেন জানিয়েছেন, ১৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী সহ আইনশৃংখলা রক্ষা বাহিনী নিরাপত্তা কাজে নিয়োজিত থাকছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হতো। দিনটিতে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দুস্থদের মাঝে খাবার বিতরণ, শোকসভা ও দোয়া-মিলাদ ছিল নিয়মিত আয়োজনের অংশ। কিন্তু এবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের তিনটি প্রবেশদ্বারই বন্ধ রাখা হয়েছে। আগের মতো সমাধিকে ঘিরে কোনো রাজনৈতিক বা ধর্মীয় আয়োজন নেই। এর বড় কারণ আওয়ামী সরকারের পতনের পর থেকে নেতা-কর্মীরা রয়েছেন আত্মগোপনে।