কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড কুড়িগ্রাম

কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। হঠাৎ ধমকা হাওয়ায় ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা ও বিদ্যুৎ এর খুঁটি। ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে একরের পর একর ধান ক্ষেত।
শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ ঝড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে হঠাৎ ধমকা হাওয়া বয়ে যাওয়ায় ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুৎ এর খুঁটি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
অন্যদিকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ এর খুঁটি ও তার ছিড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।
আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে
অপরদিকে ঝড়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ৬ষ্ঠ তালায় জানালার গ্লাস ভেঙে তছনছ হয়ে যায় রুগীতের ওর্য়াট। এসময় আতঙ্কিত হয়ে পড়ে রোগী ও তার স্বজনরা।
সদরের পাঁচগাছী ইউনিয়নের কৃষক সামছুল আলম বলেন, কাল বৈশাখী ঝড়ে আমাদের এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেইসাথে জমিতে পড়ে গেছে ধান। বিদ্যুৎ না থাকায় অন্ধকার পুরো এলাকা।
সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, শনিবার রাতে হঠাৎ ঝড়ে আমার ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাত হওয়ায় ক্ষতির পরিমাণ জানা যায়নি।