সিংগাইরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা, অধ্যক্ষ গ্রেপ্তার

Sanchoy Biswas
সিংগাইর (মানিকগঞ্জ)
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ন, ১৯ মে ২০২৫ | আপডেট: ৬:১৮ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ১ম শ্রেণির ৯ বছরের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনার মামলায় অভিযুক্ত লক্ষ্মীপুর হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ (সঃ) বালিকা মাদ্রসা ও এতিমখানার অধ্যক্ষ ও মালিক  মো. জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) দুপুরে সিংগাইরে থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার

এর আগে রোববার (১৮ মে) দিবাগত রাতে এ ঘটনায় ভিকটিমের পরিবার মামলা করার পর রাতেই অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, মঙ্গলবার (১৩ মে) মাদ্রাসার ওই ছাত্রীকে দু’তলার একটি ফাঁকা কক্ষে নিয়ে গামছা দিয়ে চোখ মুখ বেঁধে ধর্ষণ করে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় মাদ্রাসায় অনেক মানুষ ভিড় জমায় এবং অধ্যক্ষের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা।  

আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, অভিযুক্তকে কোর্টে প্রেরণ করাসহ শিশুটিকে শারীরিক পরীক্ষা—নিরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।