নাসিরনগরে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

২৫ মে নাসিরনগরে ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার নাসিরনগর উপজেলা ভূমি অফিসের সামনে স্থাপিত অস্থায়ী ভূমি সেবা সংক্রান্ত বুথে জমকালো আয়োজনে মেলার শুভ উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন।
আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল
উপজেলা সহকারী কমিশন (ভূমি) কাজী রবিউস সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন, উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা লুৎফুর রহমান। এছাড়াও এসময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবছর মেলার স্লোগান ছিল "নিয়মিত ভূমিকর প্রদান করি,নিজের ভূমি নিজে সুরক্ষিত রাখি।"
আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার
মেলায় স্থাপিত স্টলে ই-নামজারি, খতিয়ান সংগ্রহ, মৌজার ম্যাপ প্রাপ্তি ও অনলাইনে ভূমি সেবার বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আয়োজকরা জানান, সাধারণ নাগরিকদের ডিজিটাল ভূমি সেবার সঙ্গে পরিচিত করে তুলতেই এই মেলার আয়োজন।
২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ পর্যন্ত চলবে এই মেলা। সেবা প্রত্যাশীদের পদচারণায় মুখরিত ছিল মেলার ১ম দিন।