বগুড়ায় বিএনপি নেতার আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ অস্ত্রসহ গ্রেফতার-৩

বগুড়া গত ২৩শে জুন দিবাগত সন্ধ্যা সোয়া ০৬টার সময় সদরের শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রাম ও চালিতাবাড়ি গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনায় ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উক্ত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বগুড়া জেলা (গোয়েন্দা শাখা) ডিবি পুলিশ সূত্রে জানা যায় যে, সদরের শাখারিয়া ইউনিয়ন এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এর নেতৃত্বে পাঁচবাড়িয়া গ্রামের এখলাস গ্রুপের লোকজন ও চালিতাবাড়ি গ্রামের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষ ঘটেছে। এসময় কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটেছে। উক্ত সংঘর্ষের ঘটনায় চালিতাবাড়ি গ্রামের পক্ষের ২ জন গুরুতর জখম প্রাপ্ত হয়ে আহত হয়েছে। আহত ব্যক্তিদের বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল
আরো জানা যায় যে, ওই ঘটনার প্রেক্ষিতে পাচবাড়িয়া গ্রামে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাচবাড়িয়া গ্রামের (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এখলাছের পক্ষের ৩ জনকে গ্রেফতার করা হয়ছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা মন্ডল ধরন গ্রামের রহমত আলী (২৭), কুটুরবাড়ি গ্রামের রোকন মিয়া (২৮) এবং একই গ্রামের রকি মিয়া (২৭)। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত বিধি-ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তারা।