এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৫ | আপডেট: ৭:৩৩ পূর্বাহ্ন, ০৩ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন দাবি-দাওয়ার বাস্তবায়নের দাবিতে কয়েক শতাধিক কর্মচারী বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলমান ছিল।

কর্মচারীরা জানান, পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়ন, কোভিড, ডেঙ্গু, রানা প্লাজা ধস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাজ করা কর্মীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা, প্রতি মাসের ৫ তারিখের মধ্যে বেতন প্রদান এবং কর্মচারীদের আত্মীয়স্বজনদের চিকিৎসায় ৫০ শতাংশ ছাড়ের দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মচারী বলেন, আমরা এর আগেও একই দাবিতে কর্মবিরতি পালন করেছি। তখন কর্তৃপক্ষ বলেছিল জুলাই মাসে দাবি মানা হবে। কিন্তু এখনো আমাদের দাবি পূরণ হয়নি, বেতন বাড়ানো হয়নি।

হাসপাতালের ব্যবস্থাপক শামস মোহাম্মদ এনাম বলেন, আমরা কর্মচারীদের সঙ্গে দেখা করেছি। তাদের যুক্তিসঙ্গত দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে। বিক্ষোভ চলাকালীন হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা কিছুটা বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে