পানির তোড়ে ধসে পড়েছে সোনাগাজীর চার সড়ক

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৫ | আপডেট: ১২:৫৫ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টানা বৃষ্টিতে নদীর জোয়ারের পানির তোড়ে ধসে পড়েছে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর, আমিরাবাদ, চর দরবেশ ও চরমজলিশপুর  ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার চারটি সড়ক। এতে বন্ধ রয়েছে যানচলাচল। ভাঙনের ঝুঁকিতে রয়েছে বসতবাড়ি। ফলে আতঙ্কে দিনাতিপাত করছেন নদী পাড়ের বাসিন্দারা।

স্থানীয়রা জানায়, সোনাগাজী উপজেলার নবাবপুরের মজুপুর গ্রামে কালিদাস পাহালিয়া নদীর পাড়ে ফের ভাঙন শুরু হয়েছে, একই ইউনিয়নের নবাবপুর থেকে কসকাগামী কালীদাস পাহালিয়া নদীর উপর চলাচলের একমাত্র সেতুটির দক্ষিণ পাশ ভাঙ্গনের কবলে পতিত হয়ে প্রায় ২ফুটের অধিক ধসে যাওয়ায় সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। চরদরবেশ ইউনিয়নের সাঈদপুর গ্রামে ছোট ফেনী নদীর চরবদরপুর অংশে আগ্রাসীরূপে ফসলি জমিসহ ভাঙছে নদীর পাড়। এছাড়াও আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সোনাপুর গুচ্ছগ্রাম অংশে ফেনী নদীর তীর ভেঙে তলিয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে- বড় ফেনী নদী ও ছোট ফেনী নদী থেকে দীর্ঘ বছর অবৈধ বালু উত্তোলনের প্রভাবেই এ ভাঙন তীব্র হচ্ছে। পাশাপাশি গেল বছরের বন্যায় মুছাপুর রেগুলেটর বিলীনে নদীগুলো হারিয়েছে স্বাভাবিক গতিপথ। এতে প্রতিনিয়ত সরাসরি জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ছে। 

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত


মোহাম্মদ আলী নসু নামের বয়োবৃদ্ধ  এক বাসিন্দা বলেন, চর দরবেশ ইউনিয়নের বাঁশপাড়া সড়ক, তাকিয়া বাজার থেকে চরমজলিশপুরে যাওয়ার বদরপুর সড়ক ও মিয়াজী ঘাট সড়ক ধসে পড়েছে। এতে যানচলাচল ব্যাহত হয়ে মানুষজন বিপাকে পড়েছে। চরবদরপুর গ্রামের জসিম উদ্দিন নামের এক প্রবাসী জানান ছোট ফেনী নদীর বদরপুর এলাকায় বালু উত্তোলনের কারণে ও তীব্র জোয়ারের পানিতে সড়কটির দেবে পড়েছে। 

আরও পড়ুন: ‎পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, নদী ভাঙনে তিনটি স্থানে সড়ক ধসে পড়ার ঘটনায় পানি উন্নয়ন বোর্ড, এলজিইডিসহ সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। সড়কগুলো চলাচল উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।