প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বিজয় মিছিল করলেন বিএনপি নেতা
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় ইউনিফর্ম পরা প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে বিজয় মিছিল করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার।
মিছিলের ছবিগুলো (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই শেয়ার করেছেন বিএনপির এই নেতা। স্কুলপড়ুয়া শিক্ষার্থী নিয়ে বিজয় মিছিল করার ঘটনায় বাঞ্ছারামপুরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া মসজিদের ভেতরে ব্যানার টানিয়ে কর্মসূচি পালন করতেও দেখা গেছে তাকে। যার কারণে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কর্মী সংকটের কারণে রফিক শিকদার ভাই বাঞ্ছারামপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ৫ আগস্ট বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি ৭ আগস্ট পালন করেছেন। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’ তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করে দলের সিনিয়র নেতৃবৃন্দকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
এদিকে এসব অভিযোগের বিষয়ে জানার জন্য একাধিকবার রফিক শিকদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
উল্লেখ্য, বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছেলেমেয়েদের ডেকে এনে মিছিলে অংশগ্রহণ করতে বাধ্য করেন অ্যাডভোকেট রফিক শিকদার। এই ঘটনার জানাজানি হওয়ার পর থেকে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।





