লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাযা

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৫ | আপডেট: ৬:৩৮ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী হয়ে থাকা লক্ষ্মীপুরের বিভিন্ন সড়ক সংস্কার না করায় সড়ক ও জনপদ অফিসের নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাযা কর্মসূচি পালন করা হয়েছে। 

সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে শহরের দক্ষিণ তেমুহনী সড়ক ও জনপদ অফিসের সামনে সর্বস্তরের মানুষ এ-উপলক্ষ্যে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। 

আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসাইন, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, সদস্য সচিব মো. শাহেদুর রহমান রাফি, মুখপাত্র বাইজিদ হোসাইন, 

জেলা সিসিএসের প্রধান সমন্বয়ক আবুল হাসান সোহেল, ছাত্রনেতা মো. সারোয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম খলিল। 

আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে

বক্তারা বলেন, লক্ষ্মীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। রাস্তা গুলো খানাখন্দকে বেহাল দশায় পড়ে রয়েছে। এতে করে যানবাহন ও পথচারীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কয়েক দফায় সড়ক ও জনপদ অফিসের নির্বাহী প্রকৌশলীকে এ বিষয়ে অবগত করলেও কোনো ধরনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই এই গায়েবানা জানযার আয়োজন করা হয়েছে। অতিসত্ত্বর কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি নেয়া হবে বলেও জানান বক্তারা। 

এ বিষয়ে জানতে সড়ক ও জনপদ অফিসের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামকে অফিসে গিয়ে পাওয়া যায়নি।