শহীদদের স্মরণে সোনাগাজী উপজেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৫ | আপডেট: ৩:৩৮ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত জুলাই-আগস্ট মাসব্যাপী গণঅভ্যুত্থান কর্মসূচির অংশ হিসেবে “সবুজ পল্লবে স্মৃতি অম্লান” শীর্ষক শহীদ স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সোনাগাজী উপজেলা ছাত্রদল।

সোমবার (২৯ জুলাই) নবাবপুর ইউনিয়নের ভোরবাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে ফলজ, বনজ, ঔষধি ও কাঠ গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।

আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য এ.এস.এম. কামরুল, ফেনী জেলা যুবদলের সদস্য মোজাম্মেল হোসেন আরিফ, জেলা ছাত্রদলের সদস্য মেজবাহ উদ্দিন পিয়াস, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা জন্টু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খান মেহেদী, নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়, পরিবেশ রক্ষায় ভূমিকা রাখাও ছাত্রদলের সামাজিক দায়বদ্ধতার অংশ। শহীদদের স্মরণে এই বৃক্ষরোপণ কর্মসূচি দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধেরই প্রতিফলন। ছাত্রদলের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও তারা সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবেন।

আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে