ব্রাহ্মণবাড়িয়ায় রেলগেটের ব্যারিয়ার ভাঙায় রেলপথে দুর্ঘটনার শঙ্কা

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:০৮ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিজিবির সংকেত অমান্য করে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে জংশনের তিতাস সেতুর পাশের রেলগেটের ব্যারিয়ার ভেঙে গেছে। এই দুর্ঘটনাটি ঘটেছে ২৬ জুলাই, মঙ্গলবার গভীর রাতে। ব্যারিয়ার ভেঙে যাওয়ায় গেটটি সাত দিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের ওপর এই রেলগেটটি খুবই গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সঙ্গে যোগাযোগকারী এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। গেট খোলা থাকায় যেকোনো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এদিকে, ৭ দিন ধরে ভাঙা গেটটি মেরামতের কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, ২৬ জুলাই, মঙ্গলবার গভীর রাতে আখাউড়া বাইপাস এলাকায় সড়কে বিজিবির একটি টহল দল দুটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। কিন্তু মোটরসাইকেল আরোহীরা বিজিবির সংকেত অমান্য করে গাড়ির গতি বাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করে।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

এ সময় গেটম্যানের সহযোগিতায় গেটের ব্যারিয়ার ফেলে গাড়ি আটকানোর চেষ্টা করা হয়। মোটরসাইকেলের গতিবেগ বেশি থাকায় গেটের ব্যারিয়ার ভেঙে যায়। একটি মোটরসাইকেল নিয়ে আরোহীরা চলে যায়। অপর একটি মোটরসাইকেল ফেলে আরোহীরা দৌড়ে চলে যায়। পরে বিজিবি একটি মোটরসাইকেল জব্দ করে রেলওয়ে থানায় জমা দেয়।

২৫ বিজিবি (সরাইল) ব্যাটালিয়নের অধীনস্থ আখাউড়া ফকিরমোড়া বিওপির নায়েক সুবেদার আবুল কালাম আজাদ বলেন, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বড় ধরনের ইয়াবার চালানের খবর পেয়ে মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দেয় বিজিবি। মোটরসাইকেলের ধাক্কায় গেটের ব্যারিয়ার ভেঙে যায়। মোটরসাইকেলটি জব্দ করে থানায় জমা দিয়েছি।

আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার

এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া রেলওয়ে জংশনের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা বলেন, রেলগেটের ব্যারিয়ার ভাঙার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এটি মেরামতের জন্য সরঞ্জাম এবং অর্থ না থাকায় মেরামত করতে পারছি না। গেট বন্ধ রাখতে না পারায় ট্রেন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে বলে তিনি স্বীকার করেন।