পাওনা টাকা আদায়ে কিশোরগঞ্জে দুই ব্যক্তিকে লিগ্যাল নোটিশ

Sanchoy Biswas
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:২১ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আর্থিক সংকটের বিপদে টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ায় কিশোরগঞ্জের তেঘরিয়া এলাকায় দুই ব্যক্তির বিরুদ্ধে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার দাবিতে পৃথক লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন পাওনাদার তারেক মিয়া খন্দকারের পক্ষে অ্যাডভোকেট মো. জসীম উদ্দিন। নোটিশ অনুযায়ী, দীর্ঘদিন ধরে মোবাইল ব্যাংকিং ও নগদ লেনদেনের মাধ্যমে নেওয়া ঋণের অর্থ ফেরত না দেওয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। ভৈরবের কালীপুর গ্রামের আক্তার হোসেন, পিতা জলিল মিয়া ও একই এলাকার কুলসুম বেগম, স্বামী ইদুমিয়া পারিবারিক প্রয়োজনে একই এলাকার তারেক মিয়া খন্দকারের নিকট থেকে বিভিন্ন সময়ে টাকা ধার নেন। কিন্তু সময়মতো তা পরিশোধ করেননি।

প্রথম নোটিশে উল্লেখ করা হয়েছে, স্থানীয় এক ব্যক্তি ২০২৫ সালের মার্চ মাসে ১৫ লাখ টাকা, ৫০ হাজার টাকা ও ৩০ হাজার টাকা সহ মোট ৪৫ লাখ টাকার বিভিন্ন লেনদেনের মধ্যে থেকে বকেয়া ৪৫ হাজার টাকা (গুরুত্বপূর্ণ অংশ) ফেরত দেননি। দ্বিতীয় নোটিশে অপর একজনের বিরুদ্ধে ২০২৫ সালের আগস্ট মাসে ৬ লাখ টাকার ঋণ ও সুদ পরিশোধ না করার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

নোটিশে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে বকেয়া অর্থ পরিশোধ না করলে বাংলাদেশ দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৫ ধারায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রাপ্য অর্থ আদায়ে সিভিল ও ক্রিমিনাল উভয় ধরনের প্রক্রিয়া গ্রহণেরও সতর্কতা দেওয়া হয়েছে।