কাপাসিয়ায় আওয়ামী লীগের ৬ জন নেতাসহ ৭ জনকে গ্রেফতার

গাজীপুরের কাপাসিয়া থেকে আওয়ামী লীগের ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার বিকেলের পর এদেরকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় থানার একটি সূত্র। এছাড়াও অন্য এক মামলায় আরও ১ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতাদের বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে ডেভিল হিসেবে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
এদিকে গত তিনদিনে কাপাসিয়ার বিভিন্ন এলাকা থেকে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের দাবি, কাপাসিয়ার আইনশৃঙ্খলা অন্যান্য সময়ের চেয়ে অনেক ভালো রয়েছে। আর এই ভালো যেন ভালো থাকে, সে জন্যই রুটিনমাফিক উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।
আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার
গ্রেফতারকৃতরা হলো: কাপাসিয়া সদর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সে কাপাসিয়ার দস্যুনারায়নপুর গ্রামের ছফুর উদ্দিনের ছেলে। এছাড়া দুর্গাপুর ইউনিয়নের চাপাত গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শামীম বেপারী। অপরদিকে কাপাসিয়া সদর ইউনিয়নের কাপাসিয়া গ্রামের কামলেক মিয়ার ছেলে ২ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি বাচ্চু মিয়া। উপজেলার তরগাঁও ইউনিয়নের তরগাঁও গ্রামের আমির উদ্দিন শেখের ছেলে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন শেখ, টোক ইউনিয়নের আড়ালিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, কাপাসিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সহ-ক্রীড়া সম্পাদক মজনু মিয়া ওরফে পিচ্চি মজনু। তিনি খোদাদিয়া এলাকার আব্দুল বাতেনের ছেলে।
এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গত ২৪ ঘণ্টায় কাপাসিয়া থানা এলাকা থেকে ডেভিল হিসেবে ৬ জনকে গ্রেফতার করে গাজীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া আরও একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল, তাকেও গ্রেফতার করা হয়েছে। কাপাসিয়াকে অপরাধমুক্ত করতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে