এক্সকাভেটর দিয়ে কৃষিজমি থেকে মাটি কাটায় নবীগঞ্জে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

Sanchoy Biswas
স্বপন রবি দাশ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৫৪ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক্সকাভেটর দিয়ে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার ফার্মবাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ফার্মবাজার এলাকার উর্বর ধানী কৃষিজমিতে অনুমতি ছাড়া এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩

অভিযানে ২নং ভাকৈর ইউনিয়নের বাগাউড়া মৌজার হরিনগর গ্রামের শুক্কুর শাহ ফকিরের ছেলে জামাল শাহকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৭(ক) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় দুইটি ট্রাক্টর মাটি জব্দ করে নবীগঞ্জ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়, যা পরে পৌরসভার উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম বলেন, “অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে উর্বর জমির ক্ষতি হয় এবং কৃষি উৎপাদন ব্যাহত হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩