গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম আর নেই
গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হক প্রধান সেলিম আর নেই। তিনি গত সোমবার (২৬ জানুয়ারি) রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, ৩ ভাই ও ১ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে যান।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাদ যোহর গোবিন্দগঞ্জ উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বিকেলে বাদ আছর মরহুমের পৈতৃক বাড়ি উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
মরহুম মঞ্জুরুল হক সেলিম ওই গ্রামের মৃত তোফাজ্জল হক প্রধানের বড় ছেলে। তিনি দীর্ঘদিন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ছিলেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।





