কাপাসিয়ার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দিন: শাহ রিয়াজুল হান্নান

Sanchoy Biswas
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর)
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০৯ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর-৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক্ষে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের চালা বাজার সংলগ্ন ওয়েল ফেয়ার ক্লাব মাঠে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ রিয়াজুল হান্নান। তিনি এ জনসভায় কাপাসিয়ার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি ঐক্যবদ্ধ ও আধুনিক কাপাসিয়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রশীদ মোল্লা এ জনসভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝির পরিচালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতা, নির্বাচন প্রচারণা কমিটির আহ্বায়ক আফজাল হোসাইন।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ ইকবাল হোসেন শেখ, নির্বাচন প্রচারণা কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ মাজহারুল হক, জেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আতাউর রহমান মোল্লা, মাওলানা সাখাওয়াত হোসেন, জেলা যুবদল নেতা ইয়াসির আক্রাম পলাশ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শাহীন বন্দুকসী প্রমুখ।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট লুতফর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শ্যামপুরে হাসিনা রওশন জাহানের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ

ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করে বলেন, একটি ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল বাড়ি-বাড়ি গিয়ে নিরীহ মা-বোনদের বিভ্রান্ত করছে। তারা সাধারণ মানুষের স্বাভাবিক ধর্ম পালনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা ধর্মপ্রাণ মুসলিম মা-বোনদের জান্নাত পাইয়ে দেয়ার নিশ্চয়তা দিচ্ছে। তাদের থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দের প্রতি পূর্ণ সম্মান রেখে বলেন, বিগত দিনে তার পিতাকে ভোট দিয়ে এমপি ও মন্ত্রী বানিয়েছিলেন। তিনি আপনারা রাষ্ট্রীয় আমানত যথাযথভাবে বুঝিয়ে দিয়েছেন। আমাকে ভোট দিয়ে এমপি বানালে পিতার রেখে যাওয়া স্বপ্নের বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে কাপাসিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো।

উপস্থিত মা-বোনদের প্রশ্নের জবাবে বলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেই সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। তাই সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখবো। বর্তমান গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে। ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন। তাই বিএনপি সাধারণ মানুষের ভোটের দাবি রাখে।

তিনি আরও বলেন, পতিত ফ্যাসিবাদের দোসররা দীর্ঘ ১৭ বছর আমাদের সাধারণ মানুষের কাছে যেতে দেয়নি। বিনা ভোটের সরকার বিগত দিনে এলাকার কোনো উন্নয়ন করেনি। মানুষের বাক স্বাধীনতা হরণসহ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায় প্রথমবার দেশ স্বাধীন হয়েছে। আর বিএনপির নেতৃত্বাধীন গণতান্ত্রিক আন্দোলনের ফলে ২০২৪ সালে ৫ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে।

মরহুম ব্রিগেডিয়ার হান্নান শাহের প্রতি এলাকার আপামর জনসাধারণের অগাধ আস্থা ছিল। তাদের সঙ্গে নিয়েই 'ফকির মজনু শাহ সেতু'সহ এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করা হয়েছে। জীবদ্দশায় তিনি সকল কাজ করতে পারেননি। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সমাধান করবো ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। তা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন নিশ্চিত হবে। হান্নান শাহ পরিবার বংশপরম্পরায় কাপাসিয়ার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতে যেকোনো পরিস্থিতিতে কাপাসিয়ার সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শাহ রিয়াজুল হান্নান সবার কাছে দোয়া, ভোট প্রার্থনা এবং সহযোগিতা কামনা করেন। নিজ ইউনিয়নের সবাইকে দলমতের ঊর্ধ্বে উঠে কাপাসিয়ার সার্বিক উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান। মাতৃভূমি ও জন্মভূমির প্রত্যেককে একজন কর্মী হিসাবে অন্যান্য এলাকায় গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করার দাবি জানান। দল সরকার গঠন করলে কাপাসিয়ায় পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন, কৃষির আধুনিকায়ন, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং মা-বোনদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। মহিলাদের বয়স্ক ভাতা ও বিধবা ভাতার সংখ্যা বাড়ানো, area's বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হবে। সাধারণ মানুষ ছোটখাটো পুঁজি খাটিয়ে ব্যবসা পরিচালনা করে স্বাবলম্বী হতে পারবে। শিক্ষার ও উন্নত চিকিৎসার ব্যবস্থা উন্নত হবে। মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে। আগামী নির্বাচনে দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে দলের পক্ষে কাজ করার আহ্বান জানান।