সন্দ্বীপ থানায় যোগ দিলেন পটিয়ার আলোচিত ওসি জায়েদ নূর
চট্টগ্রামের পটিয়া থানার আলোচিত সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর নতুন দায়িত্বে সন্দ্বীপ থানায় যোগদান করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি টেকনাফ থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। সাম্প্রতিক লটারিতে তাঁর নাম পুনরায় পটিয়া থানায় এলেও পরে তাঁকে সন্দ্বীপ থানায় পদায়ন করা হয়।
পটিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ কর্মী দীপঙ্কর দে–কে কেন্দ্র করে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি ও বিক্ষোভের পর গত ২ জুলাই রাতে তাঁকে ওসি পদ থেকে প্রত্যাহার করে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। ঘটনার সময় পুলিশি আচরণ, লাঠিচার্জ এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগে পটিয়ায় টানা বিক্ষোভ ও সড়ক অবরোধ দেখা দেয়।
আরও পড়ুন: আইজিপি ও ডিএমপি কমিশনার পরিবর্তনে নানা গুঞ্জন
পুলিশ সূত্র জানায়, প্রশাসনিক রদবদলের অংশ হিসেবেই তাঁকে সন্দ্বীপ থানায় পদায়ন করা হয়েছে। নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও এলাকায় শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। যোগদানের পর তিনি স্থানীয় রাজনীতিবিদ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।





