উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেবে জাতীয় পার্টি: জিএম কাদের

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৪:৪৫ পূর্বাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা না করলেও জাতীয় পার্টি দলীয় প্রতীকেই নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা জিএম কাদের। তিনি বলেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সেজন্য সংসদে বিরোধী দলকে সমান সুযোগ দিতে হবে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন,'যেহেতু আইন হয়েছে, আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশ নেব। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে'।

আরও পড়ুন: চাঁদাবাজদের হুঁশিয়ারি আইজিপির

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদে উভয়পক্ষ সমানভাবে কথা-বার্তা বলতে পারলে সংসদ কার্যকর হয়। বিরোধী দল হিসেবে আমাদের রোল প্লে করার সুযোগ এখনও সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি না। জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সেজন্য সংসদে বিরোধী দলকে সমান সুযোগ দেওয়ার আহ্বান জানাই।

২০১৪ সালের মতো সরকারের সঙ্গে জোটবদ্ধ হয়ে জাতীয় পার্টি এবার মন্ত্রিসভায় যোগ দিচ্ছে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, এ ধরনের কোনো প্রস্তাব আমরা পাইনি। যদি আসে সবকিছু বিবেচনা করে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।জাতীয় পার্টি সংসদের কার্যকর বিরোধী দল হতে চায় জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। সরকার অনেক পদক্ষেপ গ্রহণের কথা বললেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে বলে আমার কাছে দৃশ্যমান হচ্ছে না।

আরও পড়ুন: রমজানে প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

জিএম কাদের বলেন, মিয়ানমারের গৃহযুদ্ধ আমাদের দেশে বিরাট সমস্যা সৃষ্টি করেছে। তাদের দেশের সৈনিকরা আমাদের দেশে পালিয়ে আসছে। গোলা-বারুদ আমাদের দেশের মধ্যে পড়ছে। ইতিমধ্যে বাংলাদেশের দুই নাগরিক নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। এ ব্যাপারটি নিয়ে আমাদের দেশের মানুষের মাঝে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসির প্রমুখ।