ইটবাড়িয়ায় ৫২০ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল কোস্ট গার্ড

পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে ৫২০ জন অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ উপলক্ষে স্থানীয়ভাবে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে গরীব, দুঃস্থ, শিশু ও নারীসহ মোট ৫২০ জন চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ওষুধ পান বিনামূল্যে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় চোরাইকৃত ৮টি মোবাইল ফোনসহ দুই আসামি গ্রেফতার
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবায় নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
তিনি আরও জানান, ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন: শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত, লোকসানের মুখে ব্যবসায়ীরা