রামপুরায় টিভি ভবনের সামনে চলন্ত বাসে আগুন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:০৫ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রধান ফটকের ঠিক সামনে ভিক্টোরিয়া পরিবহনের একটি চলন্ত বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) রাত প্রায় ১০টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

আরও পড়ুন: কাপাসিয়ায় মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ

তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ইউনিট পাঠানো হয় এবং ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানান।

এ ঘটনার কারণে এলাকায় কিছুক্ষণ আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচলেও সাময়িক প্রভাব পড়ে।

আরও পড়ুন: ঢাকায় বহুতল ভবনে আগুন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে